রূপময় বাংলাদেশ Headline Animator

25 October, 2012

বাংলার প্রকৃতি - ২

গ্রীষ্মের পরেই আসে বর্ষাকাল। আষাঢ় শ্রাবন এই দুই মাস নিয়ে বর্ষাকাল। বাংলাদেশের বর্ষা দেখার মতো। পথের দুই ধারে অসংখ্য নাম না জানা বুনো ফুল আর কদম- জারুল- কৃষ্ণচূড়ায় রঙ্গিন এদেশের বর্ষা। যখন তখন ঝর ঝরিয়ে নামা বৃষ্টি আর ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে যায় মন। শহুরে জীবনে বর্ষা তেমন ভালো করে উদযাপিত না হলেও  গ্রামে গ্রামে এর আমেজ ঠিকই ছড়িয়ে পড়ে। বর্ষা এলেই মেয়েরা বাপের বাড়ি  বেড়াতে যায়। দুই কুল ছাপিয়ে উপচে পড়া নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। সবাই একসাথে বর্ষা উতসবে মেতে উঠে।

বর্ষার পর পর আসে শরত। ভাদ্র আর আশ্বিন মাস নিয়ে হয় এই ঋতু। এই ঋতুতে যখন তখন বৃষ্টি ঝরে না। আকাশ জুড়ে থাকে সাদা সাদা মেঘ। বর্ষায় বৃষ্টির পানি পেয়ে চার দিক ঝক ঝকে সবুজ। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে ফুটে থাকে কাশ ফুল। দূর দেখে মনে হয় যেন আকাশের কিছু মেঘ এসে সবুজ ঘাসের উপর বিছিয়ে রেখেছে কেউ।

হেমন্ত মানেই নবান্ন উৎসব। কার্তিক অগ্রহায়ন নিয়ে এই ঋতু। মেঘ বিহীন নীল আকাশ আর কুয়াশা ভেজা ভোর নিয়ে এই ঋতু আসে। গ্রাম বাংলায় ঘরে ঘরে সাড়া পড়ে যায়। মাঠ থেকে ধান তুলে এনে সেই ধান মাড়িয়ে শুকিয়ে গোলায় তোলা আর নতুন ধানের চাল দিয়ে পিঠা তৈরি করে তা দিয়ে আতিথেয়তায় ব্যস্ত হয়ে পড়ে গ্রাম কে গ্রাম।

নবান্ন উৎসব শেষ হতে  না হতেই হুট করে চলে আসে শীত। পৌষ আর মাঘ মাস মিলে হয় এই ঋতু। গ্রাম বাংলার শীতকাল মানেই দিগন্ত বিস্তৃত হলদে রঙের সর্ষে ফুলের মিছিল আর সার বেঁধে খেজুর গাছে বাধা কলসি। খেজুর রসের জন্য খেজুর গাছে কলসি বেঁধে রাখে গাছিয়ারা। সেই রস ভারে করে ফেরি করে বিক্রি করে বেড়ায় তারা। খেজুরের রস কেউ বা তাজা খায় আবার কেউ বা তা দিয়ে মজার পায়েস তৈরি করে। শীতের সকালের মিঠে রোদে বসে ধোঁয়া উঠা পিঠা খাবার মজাই আলাদা।

শীতের পরেই আসে বসন্ত। ফাল্গুন - চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত কাল। বসন্ত এলে পর হঠাৎ করেই শীত যেন উধাও হয়ে যায়। বাংলাদেশে বসন্ত কে ঋতুরাজ বলা হয়। বসন্ত মানেই চারদিকে কেবল ফুল আর ফুল। গাছে গাছে নতুন পাতা। আম গাছ ছাপিয়ে দেখা যায় আমের মুকুল। কোকিলের নিরলস কণ্ঠের কুহু কুহু শোনা যায় দিনমান। তীব্র শীতে ঝিমিয়ে পড়া প্রকৃতি যেন গা ঝারা দিয়ে চাঙ্গা হয়ে উঠে। গাছ ফুল আর পাখ পাখালির মেলা বসে যেন এই বসন্তে।


ছয়টি ঋতুতে বাংলাদেশ ছয় রকম করে সাজে। একেক ঋতুতে দেখা যায় তার একেক রকম রূপ। এর রূপের বিবরন বলে শেষ করা যায় না। দু চোখ ভরে দেখেও যেন শেষ করা যায় না। রূপের ছটায় অতুলনীয়া এই দেশ। 

বি।দ্র। ছবিগুলি গুগল থেকে নেয়া হয়েছে।