রূপময় বাংলাদেশ Headline Animator

28 October, 2013

হেমন্ত এলো ফিরে (late autumn is back)





হেমন্ত এসে গেলো। বেশ ভালো করেই জানান দিচ্ছে নিজের আগমনের। কাশবনের সাদা এখন ফিকে হয়ে এসেছে। শেষ বিকেলে ঝুপ করেই যেন সূর্যটা ডুবে যায়। এই দেখা সোনালি রঙের ঝকঝকে আলো এক ঝলকেই কেমন ম্লান হয়ে যায়। শেষ রাতে কান পাতলেই শোনা যায় শিশিরের টুপটাপ শব্দ। ভোরের শিশির ভেজা ঘাসের উপর বিছিয়ে থাকে ধবধবে শিউলি কিংবা বকুল। আকাশের পেঁজা তুলোর মতো মেঘ উধাও হয়ে ধীরে ধীরে নীল রঙ ধারন করছে আকাশ। দূর বহুদূর থেকে ডানা ঝাপটে উড়ে আসা শুরু হয়েছে ভিনদেশি পাখিদের। 

আহা! এমন রূপের দেখা কি আর সবখানে মিলে? শুধু এই বাংলাতেই সম্ভব। আমার রূপসী দেশ! আমার মায়াময়ী দেশ! তোমায় ছেড়ে কোথায় যাবো আমি? জননী, জন্মভূমি আমার জীবনের অন্তিম ঠাঁই যেন তোমার কোলেই হয়। 


বি। দ্র। ছবিটি গুগল থেকে নেয়া হয়েছে।