রূপময় বাংলাদেশ Headline Animator

24 October, 2012

বাংলাদেশের প্রকৃতি- ১



বাংলাদেশের রূপ আর সৌন্দর্যের বিবরণ অল্প কথায় বলে শেষ করার নয়। তাই ধারাবাহিক ভাবে একটু একটু করে বলার চেষ্টা করবো।
এই দেশের রং আর রূপ বৈচিত্র একেবারেই আলাদা। এই দেশের প্রকৃতিতে ছয়টি ঋতু আছে যা কিনা আর কোথাও নেই। এই ছয়টি ঋতুতে এই দেশ  আলাদা আলাদা রূপ ধারণ করে। বাংলা বছরের শুরুতেই আছে গ্রীষ্ম। বৈশাখ আর জৈষ্ঠ এই দুই মাস  নিয়ে গ্রীষ্মকাল। রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে দুর্দান্ত রূপে এসে হাজির হয় এই ঋতু। এই সময়ে গ্রামে ফসল  কাটার ধুম পরে যায়। ঘরে ঘরে চলতে থাকে নতুন ফসল তোলার উৎসব। বাতাসে ভেসে  বেড়ায় আম- জাম- লিচু- কাঠালের মিষ্টি গন্ধ। মাঝে মাঝে আচমকা    আকাশ বাতাস কালো করে দিয়ে নেমে আসে কালবোশেখির ঝড়।

বি।দ্র। ছবি গুগল থেকে নেয়া হয়েছে।

বাংলাদেশের প্রকৃতি

বাংলাদেশ। প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। যেদিকেই চোখ যায় কেবল সবুজ আর সবুজ। এতো সজীবতায় ভরপুর আর কোনও দেশ কোথায় আছে? শ্যামলিমায় ভরা এই দেশ আমাদের ভালবাসার বাংলাদেশ।

এখানের গ্রামবাংলার প্রকৃতি তো একেবারেই আলাদা। শহরের কোলাহল নেই এখানে। মাঠের পর মাঠ জুড়ে সবুজ ফসলের মেলা। নদীর ধারে লাফ- ঝাঁপ দিয়ে উদ্যম খেলায় ব্যস্ত ছোট ছোট ছেলেমেয়ের দল। প্রকৃতির সাথে মানুষের এমন মেলবন্ধন এই দেশ ছাড়া আর কোথায় আছে? 

বি।দ্র। ছবি গুগল থেকে নেয়া হয়েছে।