রূপময় বাংলাদেশ Headline Animator

24 October, 2012

বাংলাদেশের প্রকৃতি

বাংলাদেশ। প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। যেদিকেই চোখ যায় কেবল সবুজ আর সবুজ। এতো সজীবতায় ভরপুর আর কোনও দেশ কোথায় আছে? শ্যামলিমায় ভরা এই দেশ আমাদের ভালবাসার বাংলাদেশ।

এখানের গ্রামবাংলার প্রকৃতি তো একেবারেই আলাদা। শহরের কোলাহল নেই এখানে। মাঠের পর মাঠ জুড়ে সবুজ ফসলের মেলা। নদীর ধারে লাফ- ঝাঁপ দিয়ে উদ্যম খেলায় ব্যস্ত ছোট ছোট ছেলেমেয়ের দল। প্রকৃতির সাথে মানুষের এমন মেলবন্ধন এই দেশ ছাড়া আর কোথায় আছে? 

বি।দ্র। ছবি গুগল থেকে নেয়া হয়েছে।

No comments:

Post a Comment